মাতৃ সদনের উদ্বোধন

নিউজ ডেস্ক, আলিপুরদুয়ার: পৌর ভোটের প্রাক্কালে নিউ আলিপুরদুয়ারে উদ্বোধন হল পুরসভার মাতৃ সদন বা আরবান প্রাইমারি হেলথ সেন্টার। প্রায় ৭৫ লক্ষ টাকা ব্যায়ে তৈরি হয় এই মাতৃ সদন। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মাতৃ সদন এর উদ্বোধন করলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুমিত গাঙ্গুলী ও পৌরসভার প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান প্রসেনজিৎ কর। এছাড়াও এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য দপ্তর আধিকারিক এবং আলিপুরদুয়ার পৌর প্রশাসনিক বোর্ডের বেশকিছু সদস্য। সোমবার বেলা বারোটায নাগাদ আলিপুরদুয়ার পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে মাতৃসদনের নবনির্মিত ভবনটির উদ্বোধন হয়। আলিপুরদুয়ার পৌরসভার প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান প্রসেনজিৎ কর জানান খুব শীঘ্রই মাতৃসদনের পরিষেবা পাবেন আলিপুরদুয়ার পৌর এলাকার বাসিন্দারা। মায়েদের সাথে সাথে শিশুদেরও এখানে চিকিৎসা করানোর ব্যবস্থা করা হবে।
আলিপুরদুয়ার জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুমিত গাঙ্গুলী জানান, শহরের বুকে এরকম একটি হেলথ সেন্টার হাসপাতালে মানুষের ভিড় অনেকটাই কমিয়ে দেবে। করোনা সংক্রমনের দিনগুলিতে এই স্বাস্থ্যকেন্দ্র মানুষকে ভিড় এড়াতে অনেকটাই সাহায্য করবে বলে আশাবাদী তিনি।
উল্লেখ্য বাম জমানায় মাতৃ সদন তৈরি হল উপযুক্ত পরিকাঠামোর ডাক্তার নার্স এবং চিকিৎসাকর্মীদের অভাবে কার্যত দু’দশক ধরে বন্ধ হয়ে পড়েছিল পুরসভার এই মাতৃ সদন। তবে শহরের বুকে এই মাতৃসদনের ফের উদ্বোধনে চিকিৎসা ক্ষেত্রে আশার আলো দেখছে শহরবাসীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *