প্রজাতন্ত্র দিবসে ট্যাবলো বাতিলের প্রতিবাদে প্রধানমন্ত্রীর কুশপুতুল দাহ করে প্রতিবাদে সামিল তৃণমল ছাত্র পরিষদ
প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে বাংলার পাঠানো নেতাজির ট্যাবলো বাতিল করে দিল্লি।কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হয় তৃণমূল ছাত্র পরিষদ। সোমবার আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের জটেশ্বর চৌপথীতে প্রধানমন্ত্রীর কুশপুতুল দাহ করে বিক্ষোভ দেখান তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা।এদিন ট্যাবল বাতিলের বিরুদ্ধে রাজপথে নেমে বিক্ষোভ মিছিল করে প্রধানমন্ত্রীর কুশপুতুল পুড়িয়ে প্রতিবাদ জানান তারা।এদিনের কর্মসূচিতে ছাত্র পরিষদের সদস্যরা ছাড়াও উপস্থিত ছিল তৃণমূল ও যুব তৃণমূলের কর্মী ও নেতৃত্বরা বলে খবর।তৃণমূল ছাত্র পরিষদের দাবি, ট্যাবলো বাতিল করে দেশনায়ক নেতাজীকে অপমান করেছে,বাংলা তথা বাঙালি জাতিকে অপমান করেছে। এই অপমানের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কুশপুতুল দাহ করে প্রতিবাদ হয়।অপরদিকে ফালাকাটা শহরেও সংগঠনের পক্ষে প্রধানমন্ত্রীর কুশপুতুল দাহ করে প্রতিবাদ জানানো হয় বলে খবর।
ফালাকাটা থেকে আবিদ হোসেনের রিপোর্ট।