যত সব কান্ড বানারহাটের এক বেসরকারি ব্যাংকেই!
নিউজ ডেস্ক,বানারহাট: এক বেসরকারি ব্যাংক বানারহাট এর সবথেকে পুরনো ব্যাংক এবং গ্রাহক সংখ্যা সব থেকে বেশি রয়েছে এই ব্যাংকেই। আর এই ব্যাংকের সামনেই চলছে দালালির চক্র। ব্যাংকের সামনেই দেখা যাচ্ছে চেয়ার পেতে যথারীতি দালালরা ব্যবসা চালাচ্ছে। ব্যাংকের কোন কাজ নিয়ে গ্রাহকরা গেলে তাদের দালালদের সম্মুখীন করতে হচ্ছে, ব্যাংকে কি কাজ রয়েছে? কত টাকা তুলবেন বা কত টাকা জমা করবেন ব্যাংকে সেই সব প্রশ্নর পাহাড়ের সম্মুখীন হতে হচ্ছে গ্রাহকদের । বিষয়টি দালালরা আমাদের ক্যামেরার সামনে স্বীকার করে নিয়েছেন যে তারা টাকার বিনিময়ে, গ্রাহকদের টাকা জমা দেওয়া ও টাকা তুলে দেওয়ার বিষয়গুলি তারাই করে দিচ্ছে। এমনকি, ব্যাংকের বইয়ের সাথে আধার কার্ড বা ভোটের কার্ডের লিঙ্ক গুলো তারা করে দেয়। উল্লেখ, কিছুদিন আগেই এই ব্যাংকের সামনে থেকে একটি ছিনতায়ের ঘটনা ঘটেছিল যার যোগসুত্র এই দালালদের সাথে রয়েছে বলে গোপন সুত্রে জানা গেছে। যদিও ছিনতায়ের সেই টাকা বানারহাট পুলিশ প্রশাসনের তরফ থেকে অতি তৎপরতার সাথে উদ্ধার করে দেওয়া হয় ছয় ঘণ্টার মধ্যেই ।
এই দালাল চক্রের বিষয় নিয়ে ব্যাংকের ম্যানেজারের সাথে কথা বলতে গেলে তিনি বলেন বিষয়টি নিয়ে স্থানীয় নেতাদের সাথে কথা হয়েছে। ও তিনি আশ্বাস দিয়েছেন দু’দিনের মধ্যেই এই সমস্যার স্থায়ী সমাধান করবেন। দালাল চক্রের বিষয়ে বানারহাটের সমাজসেবী ভিক্টর বসু বলেন, মূলত এই ব্যাংকে চা বলয়ের গ্রাহক সবথেকে বেশি, দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে অনেকেই জানেন না ব্যাংকের কাজের বিষয়গুলি কি ভাবে করতে হয় তাই এই দালালদের পাল্লায় পড়তে হচ্ছে গ্রাহকদের । তিনি আরও বলেন এই সমস্ত দালালচক্র বন্ধ করতে ট্রেড ইউনিয়নের নেতাদের এবং ব্যাংকের সচেতনতামূলক প্রচার করা জরুরি।