বিদ্রোহ এবং ক্ষোভ প্রকাশ তৃনমূল বিধায়কের
নিউজ ডেস্ক, শিলিগুড়ি: আসছে পুরভোটে প্রার্থী পদের তালিকা ঘোষণা করতে গিয়ে জেলা সভাপতির প্রতি বিদ্রোহ ও ক্ষোভে ফেটে পড়লেন ইসলামপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক আব্দুল করিম চৌধুরী। ফের প্রকাশ্যে এলো করিম ও কানাইয়ার দ্বন্দ্ব। পুরসভা ভোটের মুখে ইতিমধ্যেই দ্বিতীয় দফায় প্রার্থীর তালিকা নিয়ে সাংবাদিক বৈঠক করলেন আব্দুল করিম চৌধুরী।বিভিন্ন ওয়ার্ডের মধ্যে কতজন প্রার্থী হওয়ার জন্য আবেদন করেছেন তিনি সাংবাদিকদের কাছে সেই তালিকা তুলে ধরেন।মঙ্গলবার চৌদ্দটি ওয়ার্ডের জন্য প্রার্থী হিসেবে আবেদনকারীদের নাম তুলে ধরেন তিনি। বাকি রয়েছে আরও তিনটি ওয়ার্ড। আগামী কয়েকদিনের মধ্যে তা পরিষ্কার হয়ে যাবে বলে জানান তিনি। তিনি বলেন,কোনও কোনও ওয়ার্ড থেকে একাধিক প্রার্থী আবেদন করেছে। সামগ্রিক বিষয় খতিয়ে দেখে বিচার বিবেচনা করে সেখান থেকে একজনকে বাছাই করে সেই তালিকা পাঠাবেন তিনি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় ,অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ও সুব্রত বক্সীর কাছে।তারাই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন তিনি। প্রার্থী পদের তালিকা প্রস্তুতের বিষয় নিয়ে আদৌ কি কোনো ভূমিকা নেই উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইলাল আগরওয়ালের? স্বাভাবিকভাবেই এমনই প্রশ্ন উঠে আসে এদিন। বিধায়ক বলেন,টাউন সভাপতি গঙ্গেশ দে সরকারকে পেলেও তিনি জেলা সভাপতি কে ডেকেছিলেন আলোচনার জন্য। কিন্তু তিনি আদৌ আসেননি। শুধু তাই নয় বরং জেলা সভাপতি বিধায়ক কে বারবার হেনস্থা করে বিপদে ফেলার জন্যই পরিকল্পনা নেন বলে জানিয়েছেন তিনি। এটা একধরনের নোংরামিও। এমনকি এবার এন্টি এমএলএ র হাওয়া তুলে পুরসভার ভোট হওয়ার বিষয়ে তিনি শুনেছেন। অন্যদিকে বিধায়ক আরও জানান, আমি ইসলামপুরের পাহারাদার, আমি ইসলামপুরের মালি। গোটা ইসলামপুর একটি আমার কাছে সাজানো ফুল বাগান। ইসলামপুর আমার জীবন। আর এখান থেকে আমাকে কেউ সরাতে পারবে না এবং বারবার তিনি বলেন আই লাভ ইসলামপুর।