না ফিরিবার দ্যাশ গেইলেন ডঃ গিরিজা শঙ্কর রায়
শ্যাষ নিক্কাশ ত্যাগ করিলেন রাজবংশী সমাজের উজ্জ্বল নক্ষত্র ডঃ গিরিজা শঙ্কর রায়। আলিপুরদুয়ার কলেজের প্রাক্তন অধ্যক্ষ আরহ বাংলা সাহিত্যের অধ্যাপক, গবেষক ডঃ গিরিজা শঙ্কর রায় বিস্তিবার ভোর পাঁচটার সময় শ্যাষ নিক্কাশ ফেলান। উত্তরবঙ্গে রাজবংশী ক্ষত্রিয় জাতির পূজা পার্বণ ভায় আরো ভেল্লা বই, গবেষণা পত্রের লেখক আছিলেন গিরিজা শঙ্কর রায়। রাজবংশী সাহিত্যের উপুরা ভারত সরকার থাকি সাহিত্য একাডেমী পুরস্কার পান, রাইজ্য সরকার বঙ্গবিভূষণ পুরস্কার প্রদান করেন। রাজবংশী ভাষা একাডেমী গড়নের পাছিলাত উমার অবদান আছে। না ফিরিবার দ্যাশ গেইলেন ডঃ রায়, উমার মৃত্যুত ক্ষতি হৈল রাজবংশী সমাজের। রাজবংশী সিনেমার পরিচালক তপন রায় উমার মৃত্যুত গভীর শোক প্রকাশ করি কন, রাজবংশী সমাজের বড় ক্ষতি হৈল্। শীতলখুচি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক অনন্ত রাভা কন, রাজবংশী সমাজের পৈলা গবেষক ডঃ গিরিজা শঙ্কর রায়। উমুরা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পৈলা শ্রেণীর গবেষক। উমার মৃত্যু খিব বেদনার।