সিতাইয়ে সুভাষ উৎসব ও নেতাজী সুভাষচন্দ্র বসুর পূর্নায়ব মূর্তি উন্মোচন হল
রাহুল দেব বর্মন,দিনহাটা : স্বাধীনতা সংগ্রামী মহান বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৬ তম জন্ম বার্ষিকী স্মরণীয় করে রাখল সিতাই ব্লক তৃণমূল কংগ্রেস ও সিতাই পঞ্চায়েত সমিতি।
রবিবার সকালে স্বামী বিবেকানন্দ মিনি স্টেডিয়ামে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদান পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে সুভাষ উৎসব-২০২২ অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এদিন এই সুভাষ উৎসব শুভ সূচনা করেন সিতাই কেন্দ্রের বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া।
অপরদিকে রবিবার দুপুরে সিতাই নেতাজি মোড় এলাকায় নেতাজি সুভাষচন্দ্র বসুর পূর্নায়ব মূর্তি উন্মোচন হয়।
সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিতাই কেন্দ্রের বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, সিতাই পঞ্চায়েত সমিতির সভাপতি সঙ্গীতা বসুনিয়া, সিতাই ব্লকের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অমিত কুমার মণ্ডল, জেলা পরিষদের ভূমি ও বন বিভাগের কর্মাধক্ষ্য নুর আলম হোসেন,সিতাই ব্লক যুব তৃণমূল সভাপতি বিশু রায় প্রামানিক সহ অন্যান্য নেতৃত্ব।
এদিন নেতাজি সুভাষচন্দ্র বসুর পূর্নায়ব মূর্তি উন্মোচন করেন উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ।
সিতাই পঞ্চায়েত সমিতির তরফে জানানো হয়েছে পঞ্চায়েত সমিতির আর্থিক তহবিল থেকে সাড়ে চার লক্ষ টাকা ব্যয়ে নেতাজী সুভাষচন্দ্র বসুর পূর্ণায়ব মূর্তিটি তৈরি হয় এবং আজ সেই মূর্তির শুভ উন্মোচন করা হল।