স্কুল শিক্ষকের অভিনব পন্থা

ক্ষীরোদা রায়, ফালাকাটাঃ মুখে মাস্ক, গলায় বরমাল্য সঙ্গে স্কুল খোলার অনুরোধ জানিয়ে গলায় প্ল্যাকার্ড হাতে বিয়ের পিঁড়িতে স্কুল শিক্ষক। স্কুল খোলার দাবিতে আলিপুরদুয়ারের কুমারপাড়া মথুরা বাগান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অসীম দাসের অভিনব প্রতিবাদ এখন শিক্ষা মহলে চর্চার বিষয়। প্ল্যাকার্ডে তাঁর আর্জি, “করোনা বিধি মেনে আমরা বিয়ে করতে পারলে, অনুরোধ স্কুলগুলোও খোলা হোক।”

করোনার কারণে দুইশো জন অতিথির উপস্থিতিতে হতে পারে বিয়ের অনুষ্ঠান, সরকারের এমন নির্দেশে হচ্ছে বিয়ের অনুষ্ঠান। এমনকি খোলা মাঠেও অনুষ্ঠানে ছাড় রয়েছে। স্কুল, কলেজ বন্ধ নিয়ে সামাজিক মাধ্যমে সরকারের সমালোচনাও হচ্ছে বিস্তর। শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে এমন সময়ে আলিপুরদুয়ারের বাসিন্দা পেশায় শিক্ষক অসীম দাস নিজের বিয়ের অনুষ্ঠানকে দাবি প্রকাশের হাতিয়ার করেছেন। ফালাকাটার সুভাষ পল্লীতে একসময় প্রাইভেট পড়াতেন। সেই সূত্রে প্রেম। মেয়েকে তুলে নিয়ে গিয়ে সোমবার নিজের বাড়িতে বিয়ের আসর বসান স্কুল শিক্ষক। মুখে মাস্ক পরে বৈদিক মন্ত্রোচ্চারণ করে বিয়েও সারলেন আবার প্রতিবাদও জানালেন। অন্যদিকে স্কুল খোলার দাবিতে অভিভাবকেরাও ইতিমধ্যে আদালতের দ্বারস্থ হয়েছেন। অনেকেই প্রশ্ন তুলছেন, করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে যখন সব কাজ-ই চলছে , সবকিছুই সচল রয়েছে, তাহলে শিক্ষা প্রতিষ্ঠান কেন বন্ধ থাকবে? অসীম দাস স্পষ্টভাবে জানান, “শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ছাত্রছাত্রীদের ভবিষ্যত নষ্ট হচ্ছে। তাই প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে বিয়ের আসরে বসেছেন স্কুল খোলার দাবিতে।” তিনি আরো বলেন, “নিজে স্কুলে শিক্ষকতা করি। সেখানকার ছাত্রছাত্রীদের স্কুল ছাড়া পড়াশোনার আর কোন উপায় নেই। এতদিন ধরে স্কুল বন্ধ। ফলে তাদের পঠনপাঠনও ঠিকমতো হচ্ছে না। আমরা বেতন পাচ্ছি প্রতিমাসে, কিন্তু শিক্ষা? সেটাই বন্ধ হয়ে আছে। তাই অনুরোধ স্বাস্থ্যবিধি মেনে স্কুলগুলো খোলা হোক।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *