স্কুল বন্ধ,,তাই বড় প্রতিমার বায়না নেই,মাথায় হাত মৃত শিল্পীদের
সুবল গোপ উত্তর দিনাজপুর ।
লকডাউন বিধির কারনে স্কুল বন্ধ, অনিশ্চয়তার মুখে সরস্বতী পূজা । তাই বড় প্রতিমার বায়না নেই , তবুও ঝুঁকি নিয়ে প্রতিমা বানাচ্ছেন পাল পাড়ার প্রতিমা কারিগর বা মৃত শিল্পীরা ।এমন পরিস্থিতিতে মাথায় হাত তাদের । উত্তর দিনাজপুর জেলার কালা গছ চোপড়া সোনাপুর ভুটি ঝাড়ি দাসপাড়া ইসলামপুর সহ বিভিন্ন এলাকার প্রতিমার কারিগর দের একই কথা ।সরস্বতী পূজার বাকি মাত্র এক সপ্তাহ । কিন্তু, কোন বড় প্রতিমার বায়না নেই ।তবুও ঝুঁকি নিয়ে পেশার টানে তারা ছোট বড় সব ধরনের প্রতিমা তৈরি করেই চলেছেন ।কিন্তু, ছোট প্রতিমার ক্রেতা পাওয়া গেলেও, বড় প্রতিমা গুলি কিনবে কে ? এক মাত্র শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজেই বড় প্রতিমা নিয়ে থাকেন ।
কলাগছ ভারত শিল্পালয়ের শিল্পী শ্যামল পাল জানান, দীর্ঘদিন স্কুল কলেজ বন্ধ থাকার পর পুনরায় স্কুল খোলাতে তারা আশায় বুক বেঁধে ছিলেন সরস্বতী প্রতিমার আগের মত পাওয়ার আশায় । সেইমতো তারা জোর কদমে শুরু করেন ছোট-বড় সব ধরনের সরস্বতী প্রতিমা তৈরি করতে । এরপর চলতি মাসের প্রথম সপ্তাহেই পুনরায় স্কুল বন্ধ হওয়ার সরকারি সিদ্ধান্তের পর তাদের মাথায় হাত । স্কুল বন্ধের কারণে আদৌ কি বিদ্যালয়গুলিতে সরস্বতী পুজো হবে ? এই চিন্তায় বারবার মাথা নাড়ছেন মৃৎশিল্পীরা । তার প্রভাব স্বরূপ বায়না নেই কোন স্কুলের । এমতাবস্থায় বড় প্রতিমা কিনবে কে এই চিন্তায় শ্যামল পাল সহ বিভিন্ন এলাকার মৃত শিল্পীদের ?