পুলিশ পদক পেলেন বিএসএফের কমান্ড্যান্ট
নিউজ ডেস্ক, শিলিগুড়ি: ২০২২ সালের প্রজাতন্ত্র দিবসে রাষ্ট্রপতির হাত থেকে মেধাবী পরিসেবার জন্য পুলিশ পদক পেলেন ১৬৯ ব্যাটেলিয়নের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট দিবাকর কুমার। দিবাকর কুমার ১৯৯৩ সালের জুলাই মাসে বিএসএফে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট হিসেবে যোগদান করেন। তিনি একজন সৎ, নির্ভীক ও কর্মঠ সেনাকর্মী। ২০০১ সালে ২৬ শে জানুয়ারি গুজরাটের ভুজ এলাকায় ভয়াবহ ভূমিকম্পের সময় তিনি ডেপুটি কমান্ড্যান্ট ছিলেন। তখন সেই ভূমিকম্প পীড়িতদের নিজের জীবন বাজি রেখে বহু লোকের প্রান বাচিয়েছিলেন এবং সেই সময়ে ভেঙেপড়া বাড়িতে আটকে থাকা ৮ মাসের এক শিশুকে ৮১ ঘন্টা পরে নিজের জীবন বাজি রেখে রক্ষা করেন তিনি। এছাড়াও এক বৃদ্ধ দম্পতিকে তিনি 15 দিন পর ভেঙে পড়া বাড়ি থেকে উদ্ধার করেন। এর জন্য তিনি ২০০২ সালে প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির হাত থেকে প্রধানমন্ত্রীর জীবনরক্ষা পদক পান।
বৃক্ষরোপণ, পরিবেশ রক্ষা ও জৈব সার তৈরিতে দিবাকর বাবুর খুব মনোযোগ। ২০১২ সালে কমান্ড্যান্ট হওয়ার পর তার পোস্টিং হয় রায়গঞ্জের ১৪০ নং ব্যাটেলিয়ানে। তখন থেকে তিনি প্রতি বছর প্রায় দশ হাজার ফলের গাছ লাগানোর উদ্যোগ নেন। বর্তমানে জলপাইগুড়িতে তার একটি নার্সারি আছে, সেখানে ৫০০০ ফলের চারা তৈরি হচ্ছে। বৃক্ষরোপণ ও পরিবেশ রক্ষার জন্য বিভিন্ন সংস্থা ও বিএসএফের ডিজি, ডিআইজি ও আইজির থেকে তিনি সম্মানিত হয়েছেন।