পুতুল বিতরণ
হলদিবাড়ি ব্লকের দক্ষিণ বড় হলদিবাড়ির দেবোত্তর বকশীগঞ্জের হুজুর সাহেবের মাঠ সংলগ্ন এলাকায় পথ শিশুদের সাইন্স এন্ড কালচারাল অর্গানাইজেশনের পক্ষ থেকে রবিবার পড়ানোর পাশাপাশি চল্লিশটি পথ শিশুদের হাতে খেলনার পুতুল তুলে দেওয়া হয় । ডলি , বিন্দা , ওম , সাগর প্রতিষ্ঠানিক শিক্ষা গ্রহণের সুযোগ পায়নি কারণ তারা পথশিশু । এই শিশুদের মধ্যে শিক্ষার দীপ জ্বালাতেই এগিয়ে এসেছে হলদিবাড়ি সাইন্স এন্ড কালচারাল অর্গানাইজেশন । ডলি , বিন্দা , ওম , নিজেরাও জানেনা তাদের পদবী । দিনভর হলদিবাড়ি ট্রাফিক মোড় , রেলস্টেশন , বাজারের বিভিন্ন প্রান্তে এদের দেখা যায় । মানুষের কাছে খাবার জন্য টাকা ভিক্ষা করেই চলে তাদের জীবনযাপন । এদের তিরুস্কার ও সহ্য করতে হয় । তবুও ওদের নেই অভিমান । যার কাছে যা পায় তাই দিয়ে খিদের জ্বালা মেটায় । মানবিকতার খাতিরে সংস্থার তরফে এদের শিক্ষার জন্য বই , খাতা , কলম , পেনসিল দেওয়া হয়েছে । পড়াশোনার পাশাপাশি মিড ডে মিলের মতে তাদের হাতে তুলে দেওয়া হতো খাবার । খাবার পাওয়ার আশায় মনোযোগ সহকারে পড়াশোনা করতো তারা । আর এদের শিক্ষিত করার গুরু দায়িত্ব কাঁধে নিয়েছেন সংস্থার সদস্যরা ।
অর্গানাইজেশনের সম্পাদক কৌশিক নিয়োগী বলেন – পড়াশোনার পাশাপাশি আজকে আমরা পথশিশুদের খেলার পুতুল তুলে দিলাম ।
হলদিবাড়ি থেকে অপু দেবনাথ এর রিপোর্ট ।