সুরের রানী লতা মঙ্গেশকর প্রয়াত
৯২ বছর বয়সত মৃত্যু হৈল সুরের রানী লতা মঙ্গেশকর এর। করোনাত আক্রান্ত হয়া ১১ই জানুয়ারি মুম্বাইয়ের ব্রিচক্যান্ডি হাসপাতাল’ত ভর্তি হন। চাইর সপ্তাহ ধরি ভর্তি ছিলেন হাসপাতাল’ত। করোনার পাশাপাশি নিউমোনিয়াত আক্রান্ত হন। ইয়ার সাথত ছিল বয়সজনিত নানান রোগ।
১৯২৯ সালের ২৮শে সেপ্টেম্বর মধ্যপ্রদেশের ইন্দোর’ত জন্ম হয় লতা মঙ্গেশকর এর। তিন বোইনি এক ভাই। বড় বোইনি আশা ভোঁসলে আর অ্যাকজন নামিক্কর গায়িকা। ১৯৪৮ সালে মজবুর সিনেমাত প্রথম গান করেন। ৩৬টা আঞ্চলিক ভাষাত গান গাবার রেকর্ড আছে উমার নামে। ১৯৬৯ সালে পদ্মভূষণ, ১৯৮৯ সালে দাদাসাহেব ফালকে পুরস্কার পান। ১৯৯ সালে পদ্মবিভূষণ আর ২০০১ সালে ভারত রত্ন পান। ২০০৭ সালে ফ্রান্স সরকার দেন লেজিওঁ দ্য অনর সম্মান। ইয়ার বাইরোত ৩ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ১৫ বার বাংলা চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার, ৪ বার শ্রেষ্ঠ মহিলা কণ্ঠশিল্পী বিভাগ’ত ফিল্মফেয়ার পুরস্কার, ২ বার বিশেষ ফিল্মফেয়ার পুরস্কার, ফিল্মফেয়ার আজীবন সম্মাননা পুরস্কার ভায় বহু পুরস্কার অর্জন করিসেন। ১৯৭৪ সালে পহেলা ভারতীয় হিসাবে রয়্যাল অ্যালবার্ট হল’ত গান পরিবেশন করেন। লতা মঙ্গেশকর এর মৃত্যুর খবর’ত গভীর শোক প্রকাশ করিসেন বলিউড, টলিউডের শিল্পী, অভিনেতা, অভিনেত্রীলা।