খারাপ আবহাওয়ায় মাছে রোগ, বিশেষজ্ঞদের পরামর্শ নিতে আবেদন কৃষি দপ্তরের

ময়নাগুড়ি, ৬ ফেব্রুয়ারি : খারাপ আবহাওয়ার কারণে একদিকে যেমন কৃষি কাজে ক্ষতি হচ্ছে অন্যদিকে ক্ষতি হচ্ছে মাছ চাষে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে আগাম পূর্বাভাস জারি করা হয়েছে আগেই। চলতি মাসের ৪, ৫ ও ৬ তারিখ উত্তরবঙ্গে বৃষ্টিপাত হবে। সেই মতো উত্তরবঙ্গের জেলা গুলিতে বৃষ্টি হলেও সমস্যায় পড়েছেন মাছ চাষিরা। উত্তরবঙ্গে অকাল বৃষ্টি ও হাওয়ার কারণে তাপমাত্রা অনেকটাই কমে যাওয়ার ফলে সমস্যায় পড়েছেন চাষিরা। তাপমাত্রা কমে যাওয়ার জন্য বিভিন্ন প্রজাতির মাছের মধ্যে বিভিন্ন রোগের দেখা মিলেছে। জানা গেছে, জলপাইগুড়ি জেলা এবং আলিপুরদুয়ার জেলার প্রায় অধিকাংশ ব্লক থেকেই মাছের বিভিন্ন রোগের খবর পাওয়া যাচ্ছে। মাছেদের পেটে ও পিঠে ঘা জাতীয় সমস্যা দেখা দিয়েছে। এই অবস্থায় চাষিরা কি করবেন বুঝে উঠতে পারছেন না। তবে এই সমস্যা সমাধানে এগিয়ে এসেছেন জলপাইগুড়ির মৎস বিজ্ঞানীরা। তারা জানিয়েছেন মাছ চাষিদের যদি কোনো রকম সমস্যা হয় তবে তারা দ্রুত মৎস বিজ্ঞানীদের সাথে যোগাযোগ করার বার্তা দিয়েছেন। এই অবস্থায় তারা সু পরামর্শ প্রদান করবেন বলেও জানা গিয়েছে। ইতিমধ্যেই কে ভি কে নামক app চালু করা হয়েছে রামশাই কৃষি বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে। সেই app এর মধ্যেও মাছ চাষিদের সমস্যার কথা জানাতে পারেন এমনকি সেখানেই সমাধানের রাস্তা দেওয়া হবে। এই বিষয়ে রামশাই কৃষি বিজ্ঞান কেন্দ্রের মৎস বিজ্ঞানী ইন্দ্রনীল ঘোষ জানান, ” খারাপ আবহাওয়া হওয়ার কারণে মাছেদের বিভিন্ন রোগের দেখা মিলেছে। এই অবস্থায় চাষিরা আমাদের সরাসরি যোগাযোগ করতে পারেন। কিংবা whats app মারফত ছবি পাঠানো বা কেভিকে app এর মাধ্যমেও যোগাযোগ করতে পারেন। তবে আমরা চাষিদের সু পরামর্শ প্রদান করতে পারবো এবং সহযোগিতা করতে পারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *