ধসা রোগের আক্রমণে আলু ক্ষেত নষ্ট
নিজস্ব সংবাদদাতা ,মাথাভাঙ্গা : ধসা রোগের আক্রমণে আলু ক্ষেত নষ্ট। দিশেহারা আলু চাষীরা।মাথাভাঙ্গা ২ নং ব্লকের ফুলবাড়ি অঞ্চলের গোপ পাড়া এলাকায় প্রায় ৫০ থেকে ৬০ বিঘা জমির আলু ক্ষেত ধসা রোগের আক্রমণে নষ্ট হয়ে গিয়েছে।ফলে দিশেহারা হয়ে পড়েছেন আলু চাষীরা।জানা গিয়েছে,এবছর ফুলবাড়িতে প্রচুর জমিতে আলু চাষ হয়েছে।বেশ কিছুদিন ধরেই আবহাওয়ার খামখেয়ালিপনায় আলুতে ধসার রোগের প্রকোপ বেড়েছে।ধসার আক্রমণে গোপ পারা এলাকার প্রায় ৫০ থেকে ৬০ বিঘা জমির আলু ক্ষেত নষ্ট হয়ে গিয়েছে বলে জানান ওই এলাকার আলু চাষীরা।আলু চাষী অজিত বর্মন,সুবল গোপ,আজিজার রহমান,সৈদার রহমানরা জানান, চলতি মরশুমে এই এলাকায় প্রায় ৫০ থেকে ৬০ বিঘা জমিতে আলু চাষ হয়েছে।অজিত বর্মন ৫ বিঘা, সুবল গোপ ৭ বিঘা,আজিজার রহমান ৭ বিঘা এবং সৈদার রহমান ৯ বিঘা জমিতে আলু চাষ করেছেন।১ বিঘা জমিতে আলু চাষ করতে তাদের খরচ হয়েছে ৩০ থেকে ৩৫ হাজার টাকা।যার সবটাই ঋণ নিয়ে করা হয়েছে বলে জানান তারা।আলু চাষী সৈদার রহমান বলেন,আমি কৃষি ঋণ নিয়ে ৯ বিঘা জমিতে আলু চাষ করেছি।ধসার আক্রমণে ৯ বিঘা জমির আলু ক্ষেত নষ্ট হয়ে গিয়েছে।
এগ্রিকালচার ইন্স্যুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া মাথাভাঙ্গা মহকুমা ফিল্ড অফিসার গোবিন্দ সরকার জানিয়েছেন, আমি আলুর ক্ষেত পরিদর্শন করে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এবিষয়ে মাথাভাঙ্গা কৃষি দপ্তরের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।