ক্ষত্রিয় দিবস পালন দিনহাটা পঞ্চানন অনুগামী মঞ্চের সদস্যেদের
রাহুল দেব বর্মন,দিনহাটা:বৃহস্পতিবার সকালে দিনহাটা শহরের পঞ্চানন ছাত্রাবাসের সামনে মনীষী রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মা মূর্তিতে মাল্যদান এবং শ্রদ্ধার্ঘ্য নিবেদন এর মাধ্যমে ক্ষত্রিয় দিবস সাড়ম্বরে পালন করা হয়।
উল্লেখ্য ১৩১৯ সালে তৎকালীন অবিভক্ত জলপাইগুড়ি জেলার করতোয়া নদীর পাড়ে বাংলা ২৭ শে মাঘ দিনটিতে রাজবংশীদের গণ উপনয়নের মাধ্যমে পৈতা নেওয়ার রীতি চালু হয়। প্রসঙ্গত রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মা উপনয়ন দ্বারা রাজবংশী সমাজের সংস্কার করার উদ্যোগ নিয়েছিলেন। তাই ২৭ শে মাঘ দিনটি রাজবংশী জাতির ঐতিহাসিক দিবর ক্ষত্রিয় দিবস হিসেবে পালন করা হয়। সেই কারণেই বৃহস্পতিবার সকালে দিনহাটা পঞ্চানন অনুগামী মঞ্চের তরফ এই দিনটি সাড়ম্বরে পালন করা হলো । উপস্থিত ছিলেন দিনহাটা পঞ্চানন অনুগামী মঞ্চের সভাপতি বিবেক রায় সিংহ, সম্পাদক অশোক রায়, মহাদেব বর্মন সহ অন্যান্য সদস্যরা।