খুনের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ
নিউজ ডেস্ক,মালদা, ১০ ফেব্রুয়ারি । ২০০৮ সালে ইটভাটার মালিককে খুন করার অভিযোগে ১৩ জনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল মালদার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন ১ নম্বর কোর্টের বিচারক । বৃহস্পতিবার এই ঘটনার সরকারি পক্ষের আইনজীবী অমিতাভ মৈত্র জানিয়েছেন, সংশ্লিষ্ট কোর্টের বিচারক মৌ চ্যাটার্জী ইটভাটার মালিককে খুনের ঘটনায় ১৩ জনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে না। মৃত ইটভাটার মালিকের নাম মোজাম্মেল হক। তাকে খুন করার অভিযোগ উঠে অভিযুক্তদের বিরুদ্ধে। ২০০৮ সালে এই খুনের ঘটনায় মৃতের স্ত্রীও ফেরদৌসী বেওয়া হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন । কারণ ওই ইট ভাটার মালিকের বাড়ি হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় । এই খুনের ঘটনার পরই অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করে পুলিশ।
সরকারি পক্ষের আইনজীবী জানিয়েছেন, সেই সময় অভিযোগের পরিপেক্ষিতে বুধবার দোষী সাব্যস্ত করা হয় । আজ বৃহস্পতিবার সাজা ঘোষণা করা হয়। ১৩ জনের মধ্যে একজন মামলা চলাকালীন মারা গিয়েছেন। ১৩ জনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। পুরনো শত্রুতা এবং আর্থিক লেনদেনের কারণে ইটভাটার মালিক খুন করেছিল অভিযুক্তরা বলে জানা গিয়েছে।