বন্য প্রাণী লোকালয়ে
নিউজ ডেস্ক, শিলিগুড়ি: বিরল প্রজাতির বন্য প্রাণীর দেখা মিলল লোকালয়ে। ভাল্লুকের মতো দেখতে এই প্রাণীটিকে দেখে আতঙ্কিত হয় এলাকাবাসী। ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুটি গ্রাম পঞ্চায়েতের বগড়িবারী এলাকার ঘটনা।
জানা গেছে, এই বিরল প্রজাতির বন্যপ্রাণীটি মঙ্গলবার বিকেলে বগড়িবাড়ি এলাকায় একটি বাড়িতে ঢুকে পড়ে। আর যেহেতু কিছুদিন আগেই এলাকায় ভাল্লুকের আতঙ্ক ছড়ায় তাই এটা দেখে প্রথমে আতঙ্কিত হয়ে ওঠে এলাকাবাসী। এরপর তার ছবি তুলে পশুপ্রেমী সংগঠন ও বনদপ্তরকে পাঠানো হয়। এরপর জানা যায় এটি একটি বিরল প্রজাতির চাইনিজ ফ্রেড ব্রেজার। এটি সাধারণত শুকনো ঝোপ জঙ্গলে থাকে এবং হিংস্র হয়।এটি দেখতে অনেকটা কাঠবিড়ালির মতো তবে নখগুলো ভাল্লুকের মতো। তবে গায়ের রং কালো এবং সাদা ডোরাকাটা। তবে হিংস্র হলেও তা মানুষের উপর আক্রমণ করে না।
এদিকে বিরল প্রজাতির এই ধরনের বন্যপ্রাণী লোকালয়ে চলে আসায় চিন্তিত পরিবেশবিদরা। তাদের প্রশ্ন কিভাবে এই ধরনের বন্য প্রাণী গুলো জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে আসছে? তবে কি জঙ্গলে তাদের থাকার মত আর পরিবেশ নেই?