একাধিক দাবিতে ধূপগুড়ি সিডিপিও কে স্মারকলিপি প্রদান পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস কর্মী সমিতির
নিউজ ডেস্ক,ধূপগুড়ি: মঙ্গলবার দুপুরে ধূপগুড়ি ডাকবাংলো থেকে সংগঠনের ধূপগুড়ি শাখার কয়েকশো আইসিডিএস কর্মী মিছিল করে সিডিপিওকে স্মারকলিপি প্রদান করে। তাদের দাবি স্থায়ী করন, গত তিন মাসে আলুর বিল দেওয়া হয়নি, সহায়িকা নিয়োগ করতে হবে, নিজের এলাকায় নিয়োগপত্র বা বদলি করে আনতে হবে, কোভিড সময়ে সামনে থেকে কাজ করেও সাম্মানিক বাড়ানো হয়নি, তাই সাম্মানিক বাড়াতে হবে, পেনশন পাঁচ হাজার টাকা করতে হবে। তাদের আরো দাবি কেন্দ্রীয় বাজেটে তাদের জন্য কিছুই বলা হয়নি। তাই রাজ্য বাজেটের আগে তারা আন্দোলনে নেমেছেন।
পরবর্তীতে জেলাশাসক ও ডিপিও কে স্বারকলিপি দেওয়া হবে বলেও জানান তারা। এমনকি প্রয়োজনে রাজ্যস্তরে নবান্নে জমায়েত ও রাজ্যপালের কাছেও তারা তাদের দাবিপত্র পেশ করবেন বলে জানা গেছে।
তবে এদিন সিডিপিও সন্দীপ দে উপস্থিত না থাকার কারণে অন্য একজন সহকর্মী দাবিপত্রটি গ্রহণ করেন।