মধ্য কামাখ্যাগুড়ি থাকি অসুস্থ গোখরো উদ্ধার করিল সর্পপ্রেমী
দেবাশীষ রায়,কামাখ্যাগুড়ি, ১৬ ফেব্রুয়ারিঃ কুমারগ্রাম ব্লকের মধ্য কামাখ্যাগুড়ি এলাকা থাকি অসুস্থ একটা গোখরো সাপ উদ্ধার করিয়া বন কর্মীগিলার হাতত তুলি দিল স্পোর-এর সদস্য সর্পপ্রেমী যুবক রতন আচার্য। জানা যায় , বুধবার সাকালে মধ্য কামাখ্যাগুড়ি এলাকার একটা বাড়ির পাশত সাপটাক দেখির পাওয়া যায়। খবর পায়া ওই জায়গাত পৌঁছায় স্পোর-এর সদস্য সর্পপ্রেমী যুবক রতন আচার্য। ওই যুবক গোখরো সাপটাক উদ্ধার করি নিয়া যান। এরপর বন বিভাগের কামাখ্যাগুড়ি মোবাইল রেঞ্জের বন কর্মীগিলার হাতত তুলি দেওয়া হয়। সর্পপ্রেমী যুবক রতন আচার্য কন, ‘গোখরোটা ৪ ফুট লম্বা। সাপটা অসুস্থ থাকায় বন বিভাগের কর্মীগিলার হাতত তুলে দেওয়া হইছে।