নারারথলি এলাকার একটি বাড়িতে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য
উজ্জ্বল অধিকারী, কামাখ্যাগুড়ি, ১৬ ফেব্রুয়ারিঃ একটি বাড়িতে আগুন লাগার ঘটনাত ব্যাপক চাঞ্চল্য ছড়াইল কুমারগ্রাম ব্লকের খোয়ারডাঙার নারারথলি গ্রামত। জানা যায় , এদিন সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ নারারথলির বাসিন্দা রীনা সরকারের বাড়িত আগুন দেখির পায় স্থানীয় মানষিগিলা। খবর দেওয়া হয় বারবিশা দমকল কেন্দ্রত। দমকলের একটা ইঞ্জিন নিয়া ঘটনাস্থলত পৌঁছায় দমকলকর্মীলা। খবর পায়া ওই বাড়িত পৌঁছায় কুমারগ্রাম থানার কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিশও। কিন্তু আগুনত বাড়ির একটা ঘর পুরোপুরি ভস্মীভূত হয়া যায়। ঘরত থাকা সব জিনিসপত্র পুড়ি ছাই হয়া গেইছে। দমকলকর্মীলা পৌঁছিয়া আগুন পুরোপুরি নিয়ন্ত্রণত আনে। স্থানীয় বাসিন্দা রঞ্জিত রায় জানায়, ‘এলাকার রীনা সরকারের বাড়িত সন্ধ্যাবেলা আগুন লাগে। ঘরের সব কিছু পুড়ি ছাই হয়া গেইছে। ওই মহিলা বাড়িত একায় থাকেন। আগুন লাগার সময় উনায় বাড়িত ছিল না। বারবিশা দমকল কেন্দ্রের সাব-অফিসার তারিক আজিজ কন, ৬টা ৪০ মিনিট নাগাদ হামরা কল পাই যে, খোয়ারডাঙার নারারথলির একটা বাড়িত আগুন লাগিছে। সঙ্গে সঙ্গে হামরা ওই জায়গাত পৌঁছি যাই। আগুনত ঘরের সব কিছু পুড়ি ছাই হয়া গেইছে।’