ফিরহাদের ভোট প্রচার

মামনি দাস, মালদা:লক্ষীর ভান্ডার যার কাছত আছে উমায় তো “মা লক্ষী”। যা বিতা দিনের সরকার করিবা পারে নি , সেইটা করি দেখাইসেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । উমারলার দলনেত্রীর কাছত উন্নয়নের ক্ষেত্রে না বুলি কিছু হয় না । সৌগটায় বাস্তবায়িত করে দেখাইসেন
উমরা । এই বাদে মানষি এই বাংলাত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিক চাইসেন। বুধবার রাতিত পুরাতন মালদা পুরসভার মঙ্গলবাড়ী এলাকাত জনসভা বক্তব্য রাখিবা যায়া এইকাথা কন রাজ্যের পরিবহন দপ্তরের মন্ত্রী তথা মালদার তৃণমূলের পর্যবেক্ষক ফিরহাদ হাকিম ।
এইদিন রাতি আটটা নাগাদ পুরাতন মালদা পুরসভার ৩৪ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন মঙ্গলবাড়ী এলাকায় পুরো নির্বাচনক কেন্দ্র করি তৃণমূলের এই জনসভা অনুষ্ঠিত হয়। সেইঠে কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম দপ্তরের রাষ্ট্রমন্ত্রী মন্ত্রী গোলাম রাব্বানী। ছিলেন তৃণমূলের জেলা সভাপতি তথা বিধায়ক রহিম বক্সী , আরেক বিধায়ক নিহার ঘোষ সদে সংশ্লিষ্ট এলাকার প্রার্থীলা।
মঙ্গলবাড়ী এলাকাত তৃণমূলের এই নির্বাচনী জনসভাত দলীয় কর্মী সমর্থকলার বগলাবগলি বেটিছাওয়ালার উপস্থিতি ছিল সৌগ থাকি বেশি । আর সেই বেটিছাওয়ালাক দেখি আবেগত আপ্লুত হয়া পড়েন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম । জনসভাত বক্তব্য রাখিবা যায়া মন্ত্রী কন, শিলিগুড়ি কর্পোরেশনের ভোট মানষি দেখিসে। বিতা বিধানসভা নির্বাচনত যায় যায় বিজেপিক ভোট দিয়া জয় করিসিলেন। সেই সাধারণ মানষি সৌগ বুঝা পাইসে। উমারলার দ্বারা উন্নয়ন কিছু হবে নাই। উন্নয়নের কান্ডারী মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। যেইটা মানষি বুঝা পাইসে। এইবাদে এইবার শিলিগুড়িত সর্বত্রই কর্পোরেশনের নির্বাচনত ভরাডুবি হইসে বিরোধীলার। ঠিক একেইভাবে রাজ্যের অইন্যান্য পুর এলাকাত এনংভাবেই বিরোধীলার অবসান হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *