বিদেশী তোতাপাখি সমেত চার পাচারকারীকে গ্রেপ্তার করল বিএসএফ

বিজয় চন্দ্র বর্মন, মেখলিগঞ্জ,১৮ ফেব্রুয়ারীঃ ফের বড়সড় সাফল্য বিএসএফের। পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া ম্যাকাও বার্ডস ( বিদেশী রঙ্গিন তোতাপাখি) সহ চার পাচারকারীকে গ্রেফতার করলো বিএসএফের ৬ নং ব্যাটেলিয়নের সীমা রক্ষী জওয়ানরা।তার মধ্যে একজনের বাড়ি মেখলিগঞ্জে বলে জানা গিয়েছে।
ম্যাকাও হলো দক্ষিণ ও মধ্য আমেরিকা ও মেক্সিকো দেশের এক ধরনের দর্শনীয় মূল্যবান রঙিন তোতাপাখি। তারা তাদের দুর্দান্ত বুদ্ধিমত্তা এবং খেলাধুলার জন্য পরিচিত।শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে বিএসএফের ৬ নং ব্যাটেলিয়নের অর্জুন সীমা চৌকির কোম্পানি কমান্ডার আর কে যাদব এর নেতৃত্বে একটি সাদা রঙ্গের ইউনভা গাড়িকে আটক করে বিএসএফ।সোমনাথ চক্রবর্তী নামে মেখলিগঞ্জের কুচলিবাড়ির এক ব্যাক্তি পাখি গুলি বাংলাদেশ থেকে এদেশে পাচারের জন্য একটি গাড়ি করে নিয়ে যাচ্ছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে তাকে আটক করে বিএসএফ। পরবর্তীতে গাড়িটিতে তল্লাশি চালিয়ে বিদেশী মূল্যবান তোতা পাখি গুলিকে উদ্ধার করে বিএসএফ।পাশাপাশি সোমনাথ চক্রবর্তীকে হাতিয়ার করে চ্যাংড়াবান্ধা বাইপাস সংলগ্ন এলাকা থেকে অপূর্ব হালদার ( ৩১) অমিত ভুঁইয়া( ২৬) এবং নিতাই সরকার নামে আরও তিন পাচার কারীকে গ্রেপ্তার করে বিএসএফ।এরা তিনজন পাখিগুলিকে চ্যাংড়াবান্ধা থেকে কল্যানিতে নিয়ে যাওয়ার জন্য এসেছিল। বিএসএফ সূত্রে জানা গেছে এদের তিন জনের মধ্যে দুজনের বাড়ি নদীয়া জেলার কল্যানীতে এবং একজনের বাড়ি মালদার গাজোলে। তাদের তিনজনকেই চ্যাংড়াবান্ধা বাইপাস এলাকা থেকে গ্রেপ্তার করেন বিএসএফ।
বিএসএফ এর উত্তরবঙ্গ ফ্রন্টিয়ার আই জি অজয় সিং জানান, সীমান্তের চোরাচালান নিয়ে আমাদের সীমান্ত রক্ষী বাহিনী সর্বদা সতর্ক রয়েছেন। তাই একের পর এক সাফল্য মিলছে বিএসএফ এর। ধৃতদের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে কুচলিবাড়ি থানায় দেওয়া হয়েছে বলে বিএসএফ সূত্রে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *