হ্যাচারি নয় শিল্প চাই
নিউজ ডেস্করাজগঞ্জ, ২০ ফেব্রুয়ারি: রাজগঞ্জের সুখানি গ্রাম পঞ্চায়েতের খেঁচাগাড়া এলাকায় এক নির্মীয়মান খামারকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে । গ্রামবাসীদের একাংশের দাবি হ্যাচারি নয়, শিল্প চাই । হ্যাচারির জন্য এলাকার পরিবেশ দূষিত হতে পারে । অন্য পক্ষের দাবি, হ্যাচারি হলে আপত্তি নেই । এলাকায় কর্মসংস্থান হবে । রবিবার ঘটনার খবর পেয়ে পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছান রাজগঞ্জের বিডিও পংকজ কোনার এবং রাজগঞ্জ থানার আইসি পংকজ সরকার । পুলিশের তরফে বিক্ষোভকারীদের হটিয়ে দেওয়া হয় ।
স্থানীয়দের একাংশের অভিযোগ, গ্রামের পাশে হ্যাচারি করা হলে এলাকার পরিবেশ দূষিত হবে । তাই হ্যাচারি নয়, অন্য শিল্প করা হোক । এক বিক্ষোভকারী এনামুল হক বলেন, আমরা শিল্পের বিরোধী নয় । কিন্তু এলাকার পরিবেশের স্বার্থে হ্যাচারি করতে দেওয়া হবে না । বিক্ষোভকারীদের তরফে ফতেমা খাতুন ও খইরুল খাতুন বলেন, হ্যাচারি হলে এলাকায় ক্ষতিকারক পোকামাকড়ের উপদ্রব বাড়তে পারে । এতে শিশুদের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে । তাই হ্যাচারি নয়, অন্য কোনও কারখানা করা হোক ।
যদিও ওই নির্মীয়মান খামারের ম্যানেজিং ডিরেক্টর বিকাশ শেঠির দাবি, হ্যাচারি নয়, পোল্ট্রি খামার করা হচ্ছে । এধরনের শিল্প করার জন্য কেন্দ্র তথা রাজ্যের অনুমতি রয়েছে । রাজ্য সরকারও এধরনের শিল্প গড়তে বিভিন্ন ক্ষেত্রে সাবসিডি দিচ্ছে । তারপরও বাধা দেওয়া হচ্ছে কেন বুঝতে পারছে না ।