এসএসবি ও বন বিভাগের যৌথ অভিযানত চোরাই শাল কাঠ উদ্ধার।
উজ্জ্বল অধিকারী, কামাখ্যাগুড়ি, ২১ ফেব্রুয়ারিঃ সোমবার বিকালে আলিপুরদুয়ার-২ নম্বর ব্লকের নুরপুর এলাকাত অভিযান চালেয়া চোরাই শাল কাঠ বাজেয়াপ্ত করিল এসএসবি ও বনকর্মীলা। জানা গেইসে, এদিন বিকালে ৩ টা ৩০ মিনিট নাগাদ ওই অভিযান চালায় । অভিযানত ৮৫ সিএফটি চোরাই শাল কাঠ বাজেয়াপ্ত করে এসএসবি ও বন বিভাগের কর্মীলা। বন বিভাগের হাতিপোঁঁতা রেঞ্জ, উওর রায়ডাক রেঞ্জ আরোহ এসএসবির লিম্বুধোরা, ফাসখাওয়া ক্যাম্পের পক্ষ থাকি যৌথ উদ্যোগত ওই অভিযান চালায় । বাজেয়াপ্ত করা চোরাই কাঠগিলা বন বিভাগের হাতিপোঁতা রেঞ্জ অফিসত নিয়া আসা হৈছে। বন বিভাগের হাতিপোঁতা রেঞ্জের রেঞ্জ অফিসার দেবাশিস মণ্ডল কন, ‘অভিযানত দেড় লক্ষ টাকার চোরাই শাল কাঠ বাজেয়াপ্ত করা হয় । কাউক গ্রেফতার করা সম্ভব হয় নাই। ঘটনার তদন্ত শুরু করা হইচে এসএসবি ও বন বিভাগের তরফ থাকি।