চা বাগান এলাকায় দুঃস্থদের শীত বস্ত্র বিতরণ ওয়েবকুপার
পরিমল বর্মন, ঘোকসাডাঙ্গা, ২৫ ফেব্রুয়ারী:- শুক্রবার ওয়েস্ট বেঙ্গল কলেজ এন্ড ইউনিভার্সিটি প্রফেসরস অ্যাসোসিয়েশন (ওয়েবকুপা) এর পক্ষ থেকে একটি অনুষ্ঠানের মাধ্যমে মাথাভাঙ্গা ২ ব্লকের বড় শৌলমারী গ্রাম পঞ্চায়েতের কোচবিহার চা বাগানের দুস্থ্য ব্যক্তিদের হাতে শীত বস্ত্র হিসেবে কম্বল প্রদান করা হয়। চা বাগানের প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এই শীত বস্ত্র বিতরন অনুষ্ঠানের উদ্বোধন করেন কোচবিহার জেলা তৃণমুল কংগ্রেস সভাপতি গিরীন্দ্র নাথ বর্মন,সঙ্গে উপস্থিত ছিলেন ওয়েবকূপার কোচবিহার জেলা সভাপতি পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ সাবলু বর্মন, জেলার কার্যকরী সভাপতি ডঃ নরেন্দ্র নাথ রায়, ডিন মাধব চন্দ্র অধিকারী জেলার সাধারণ সম্পাদক সহদেব রায়, সম্পাদিকা সঞ্চিতা ভট্টাচার্য্য সহ বিভিন্ন কলেজের অধ্যাপক গণ ও স্থানীয় নেতৃত্ব। এইদিন কোচবিহার চা বাগান এলাকায় প্রায় ১০০ জন দুঃস্থ ব্যক্তিকে শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয় বলে জানা যায়। এ বিষয়ে গিরিন্দ্র নাথ বর্মন বলেন, শিক্ষা দানের পাশাপাশি বিশ্ব বিদ্যালয় এবং মহাবিদ্যালয়ের অধ্যাপক গণ সমাজ সেবা মূলক কাজ করে সাধারণ মানুষের কাছাকাছি এসে সুখ দুঃখ ভাগ করে নিচ্ছেন এটা খুব আনন্দের এবং প্রশংসনীয়, আমি অধ্যাপক অধ্যাপকদের ধন্যবাদ জানাই। এ ব্যাপারে ওয়েবকুপার জেলা সভাপতি ডঃ সাবলু বর্মন বলেন, সন্মানীয়া মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরনায় ওয়েবকুমার রাজ্য সভানেত্রী কৃষ্ণ কলি বসু ঘোষের নির্দেশে আমরা আজ কোচবিহার জেলা ওয়েবকুপার পক্ষ থেকে কোচবিহার চা বাগান এলাকার শতাধিক দুঃস্থ মানুষকে শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরণ করলাম এবং ভবিষ্যতেও মানুষের পাশে থাকার চেষ্টা করব।