ইসলামপুরে ভোট হল শান্তিপূর্ণ ভাবে
ইসলামপুরে ভোট হল শান্তিপূর্ণ ভাবে । এখানে ১৭ টি ওয়ার্ডের মধ্যে ভোট হয় ১৬ টি ওয়ার্ডে ।একটি ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় ৮ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজী মুজাফফর হুসেইন । এখানে সকাল থেকেই ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দেন ।ইসলামপুর পৌরসভার উল্লেখযোগ্য ওয়ার্ড গুলি হল , ৩ নং ওয়ার্ডে ইসলামপুর এর বিধায়ক আব্দুল করিম চৌধুরী র পুত্র ইমদাদ চৌধুরী তৃণমূল প্রার্থী ।উল্লেখ্য ইসলামপুর এর এগার বারের বিধায়ক তথা ভি,আই, পি, ভোটার আব্দুল করিম চৌধুরী । অন্যদিকে ৭ নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী উত্তর দিনাজপুর জেলা সভাপতি কানাইয়া লাল আগরওয়াল নিজের ওয়ার্ডে ভোট দেন । এরপর তিনি বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং 10 নম্বর ওয়ার্ডে তাঁর পত্নী শকুন্তলা আগরওয়ালের ওয়ার্ডে ভোট পর্ব দেখেন ।
ভোট শেষে বিধায়ক করিম চৌধুরী এবং কানাইয়ালাল আগরওয়াল জানান, উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ডালখোলা এবং কালিয়া গঞ্জ , তিনটি পৌরসভায় ঘাস ফুলের জয় হবে ।মানুষ রাজ্যের উন্নয়ন দেখে বিধান সভা ভোটের মতোই পৌরসভার ভোট দিচ্ছেন ।তবে ইসলামপুরে ১১ নং সহ দু চারটা ওয়ার্ডে শাসক দলেরই টিকিট না পেয়ে গোজ প্রার্থী হিসেবে লড়ছেন ।
ইসলামপুরে ভোট পড়েছে ৮১.৬৯% এবং ডালখোলায় ভোট পড়েছে ৮২.৬৫% শতাংশ ।