স্মারকলিপি প্রদানের দিনই দাবি আদায় করে নিল বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি

অপু দেবনাথ, হলদিবাড়ি: স্মারকলিপি প্রদানের দিনই দাবি আদায় করে নিল বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি ।চার দফা দাবির ভিত্তিতে শুক্রবার বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির হলদিবাড়ি চক্র সম্পাদক আব্দুল জলিল সরকারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল হলদিবাড়ি সার্কেলের এসআই রাজেশ পালের কাছে দাবিপত্র পেশ করে।শিক্ষকদের সার্ভিস বুকের কাজ সম্পন্ন করা এবং ডুপ্লিকেট সার্ভিস বুক প্রদান করা,সমস্ত বকেয়া পরিশোধ করা,উৎসশ্রীতে আবেদনকারী যোগ্য শিক্ষকদের বদলির আবেদন মঞ্জুর করা সহ অবসরপ্রাপ্ত শিক্ষকদের পেনশন দ্রুত চালু করার দাবি জানায় সমিতি।সমিতির দাবি শোনার পরেই বিদ্যালয় পরিদর্শক নতুন শিক্ষকদের সার্ভিস বুক ওপেন করার বিজ্ঞপ্তি জারি করে।অন্যান্য দাবিগুলোও গুরত্ব সহকারে দ্রুত সম্পন্ন করবেন বলে জানিয়েছেন।উপস্থিত ছিলেন দীপঙ্কর বর্মন ,অশোক দেবনাথ সহ অন্যান্য শিক্ষকরা ।শিক্ষক দীপঙ্কর বর্মন জানান,উৎসশ্রীতে বদলির সমস্ত যোগত্যা পূর্ণ করলেও বহু শিক্ষকের আবেদন আটকে আছে আমাদের সার্কেলে ।দ্রুত সবার আবেদন জেলায় পাঠানোর জন্য আমরা দাবিপত্র দিলাম।সমিতির হলদিবাড়ি সার্কেল সম্পাদক আব্দুল জলিল সরকার জানান,সার্কেলের সমস্ত শিক্ষকদের সমস্যা নিয়ে আন্দোলন করছে একমাত্র বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি।সার্কেলের শিক্ষকদের সমস্যাগুলো সমাধানের জন্য আজকে আমরা দাবিপত্র দিলাম।সমস্ত শিক্ষকদের আহ্বান জানাই সংঘবদ্ধ শিক্ষা আন্দোলনে এগিয়ে আসার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *