ফের একবার রাজবংশী কইন্যার মাথাত সঙ্গীত সেরার মুকুট

সারেগামাপা সেরা নীলাঞ্জনা রায়

নিউজ ডেস্ক, শিলিগুড়ি: ফের একবার রাজবংশী কইন্যা সঙ্গীত সেরার মুকুট পাইল। রবিবার জিটিভি’র “সারেগামাপা” এর মতন দেশ-বিদেশের সেরা সঙ্গীতজগতের রিয়ালিটি শো প্রতিযোগিতাত চ্যাম্পিয়ন হইল আলিপুরদুয়ারের রাজবংশী কইন্যা নীলাঞ্জনা রায়। উল্লেখ্য এর আগত আরেকটা সর্বভারতীয় রিয়েলিটি শো “ভয়েস ইন্ডিয়া কিডস” প্রতিযোগিতাত নীলাঞ্জনা দ্বিতীয় স্থান অধিকার করিসিলো, ওইসময় চ্যাম্পিয়ন হয় আসামের আরেক রাজবংশী (কোচ-রাজবংশী) কইন্যা মানসি শাহরিয়া।
চলচ্চিত্র অভিনেতা-পরিচালক আরহ রাজবংশী-কামতাপুরি ডিজিটাল মিডিয়ার পথপ্রদর্শক অর্জুন বর্মন কন, নীলাঞ্জনা রাজবংশী সমাজের গর্ব। ২১ শা ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন নিজের মাওয়ের ভাষাত গান করি সোশ্যাল মিডিয়াত পোস্ট করে নীলাঞ্জনা। ফাইনালের দিন নীলুর বাবা-মা হলদিয়া গামছা ঘাড়ত দিয়া রাজবংশী সমাজের প্রতি সম্মান জানাইসেন। ধীরে ধীরে সউগ ক্ষেত্রেই আগে যাছে হামার রাজবংশী সমাজের ভাই-বইন গিলা। দেশের হয়া এশিয়ান গেমস থাকি সোনা জিতে জলপাইগুড়ি জেলার রাজবংশী কইন্যা স্বপ্না বর্মন, শিলিগুড়ি শালুগাড়ার রাজবংশী কইন্যা কনিকা বর্মন ইতিমধ্যে আন্তর্জাতিক রেফারি হয়া মেলা জাতীয় পর্যায়ের ফুটবল খেলাত ম্যাচ পরিচালনা করেছেন। কোচবিহারের অভিনেত্রী আরেক রাজবংশী কইন্যা মৌনি রায়ও দাপটের সঙ্গে বলিউডের ফিল্ম ইন্ডাস্ট্রিত অভিনয় করি চলেছেন।
নীলাঞ্জনার জয় রাজবংশী সমাজের নয়া জেনারেশনক আরহ আগে নিয়া যাবে বুলি মনে করেছেন অর্জুন বাবু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *