ভালোবাসার প্রতীক

রামপ্রসাদ মোদক, রাজগঞ্জ ৭ মার্চঃ অভিনব উদ্যোগ রাজগঞ্জ পুলিশের। মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে তুলে দিলেন ভালোবাসার প্রতীক হিসেবে গোলাপ এবং শুভেচ্ছা জানিয়ে কলম। পুলিশের কাছ থেকে এমন উপহার পেয়ে আপ্লুত পরীক্ষার্থীরাও। এত বছর ধরে কোনদিন পুলিশের কাছ থেকে এ ধরনের উপহার পায়নি ছাত্র-ছাত্রীরা।

 এই প্রসঙ্গে রাজগঞ্জ থানার আইসি পংকজ সরকার বলেন, জীবনের প্রথম বড় পরীক্ষায় বসতে চলেছে ছাত্রছাত্রীরা। একসময় তারাও জীবনের বড় প্রথম পরীক্ষা হিসেবে মাধ্যমিকে বসেছিলেন। স্মৃতি রোমন্থন করে তিনি বলেন মাধ্যমিক পরীক্ষা দিতে যাবেন বলে দারুন একটা আলাদা অনুপ্রেরণা এবং অনুভূতি হয়েছিল তার। সেদিন কিন্তু তাদের হাতে কেউ গোলাপ ফুল বা কলম তুলে দেয়নি। ছাত্র-ছাত্রীদের জীবনের প্রথম পরীক্ষায় শুভেচ্ছা জানাতে তিনি সিদ্ধান্ত নেন গোলাপ এবং কলম তুলে দেওয়ার। পঙ্কজ বাবু বলেন, এর মাধ্যমে পুলিশের সম্পর্কে ছাত্র ছাত্রীদের মনোভাব আমূল পরিবর্তন হবে বলে তিনি মনে করেন। রাজগঞ্জ থানার অন্তর্গত বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে পুলিশ আধিকারিকরা ছাত্র-ছাত্রীদের হাতে গোলাপ এবং কলম তুলে দেন।

   প্রথম ভাষার প্রথম পত্রের পরীক্ষা দিয়ে বেরিয়ে আসার পথে পরীক্ষার্থী শ্যামল রায় এবং বিউটি সাহা বলে, পুলিশ কাকুদের কাছ থেকে এরকম উপহার পাবো কখনো ভাবিনি। জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে এসে এ ধরনের উপহার পেয়ে তারা আপ্লুত। এর জন্য তারা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *