সচেতনতা শিবির
নিউজ ডেস্ক,বামনগোলা:-খাদি এবং গ্রামোদ্যোগ আয়োগ , সুল্ক, লঘু এবং মধ্যম উদ্যম মন্ত্রণালয় ভারত সরকারের উদ্যেগে ও আমার প্রতিদান একটি সামাজিক সংগঠনের সহযোগিতায় পিএমইজিপি জেলা স্তরীয় সচেতনতা শিবির আয়োজন করা হয় মালদা জেলার বামনগোলা ব্লকে।খাদি ইন্ডিয়ার পিএমইজিপি সচেতনতামূলক শিবির আয়োজন করা হয় বামনগোলা ব্লকের পাকুয়াহাট নেতাজি মোড় মাকুলি পাড়া হরিচাঁদ গুরুচাঁদ শিশু বিদ্যামন্দিরে। এদিনের এই কর্মসূচিতে প্রথমে গান্ধীজীর ছবিতে মাল্যদান করে শুরু হয় এই অনুষ্ঠান, খাদি ইন্ডিয়ার সমস্ত রকম সচেতন মূলক প্রচার এবং কি ভাবে পরিবারের উপার্জন করবেন এই অনুষ্ঠানে মধ্যে দিয়ে তুলে ধরাহয় । এদিনের এই কর্মসূচিতে মূলত গ্রামের যেসব বেকার যুবক যুবতীদের স্বনির্ভর হতে পারে সেই নিয়ে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ শিবির সহ নানা ধরনের সচেতনতামূলক প্রচার করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মানবেন্দ্র মন্ডল ডিআইসি জিএম মালদা, নরেশ চন্দ্র রায় ব্র্যাঞ্চ মেনেজার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, সুকুমার বিশ্বাস প্রেসিডেন্ট আমার প্রতিদান, পবিত্র কুমার সরকার, কৃষ্ণ জীবন রায় ,আমার প্রতিদানের সদস্য লেফটেন্যান্ট ড: রাজিব জোয়ারদার, সহ অন্যান্য আধিকারিকরা ও স্থানীয় বাসিন্দারা।