শিলিগুড়ি যুব ফেডারেশনের উদ্যোগে এবং ইউনিক ফাউন্ডেশনের সহযোগিতায় খাদ্য বিতরণ
বৃহস্পতিবার শিলিগুড়ি যুব ফেডারেশনের উদ্যোগে ইউনিক ফাউন্ডেশনের শিলিগুড়ির সহযোগিতায় শিলিগুড়ি ফুলবাড়ী এলাকায় গরীব দুঃস্থ মানুষের মধ্যে খাদ্য বিতরণ করা হলো। প্রায় 100 পরিবারের হাতে এই খাদ্য বিতরণ করা হয়। শিলিগুড়ি যুব ফেডারেশনের ফাউন্ডার রাজকুমার সরকার জানান গতকাল রাতে শিলিগুড়ির অম্বিকা নগর এলাকার একটি বাড়িতে অনুষ্ঠানে প্রায় 100 জনের খাবার বেঁচে যায় সেই খাওয়ার আমরা ইউনিক ফাউন্ডেশনের সদস্য রূপম দাসের সহযোগিতায় সেই খাবার সংগ্রহ করে আজ সকালে গরীব দুঃস্থদের মাঝে বিতরণ করলাম, আপামর জনসাধারণের কাছে আমাদের অনুরোধ যদি কোনো অনুষ্ঠানে খাওয়ার বেঁচে যায় তবে ফেলে না দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা সেই খাওয়ার গরীব দুঃস্থদের মধ্যে বিতরণ করবো, মনে রাখবেন আপনার ফেলে দেওয়া খাওয়ার দিয়ে কারো একদিনের খাওয়ার হয়ে যাবে।