ক্রান্তি পুলিশের সাফল্য
মহম্মদ রাসেল,ক্রান্তি: ক্রান্তি পুলিশের বড়ো সাফল্য। পিক আপ ভ্যানে করে ১০ টি গরু পাচারের আগে ক্রান্তি পুলিশের জালে ।ক্রান্তি পুলিশ সূত্রে জানা গেছে নাকা চেকিং সময়ে একটি পিক উপ ভ্যানে করে ইসলামপুর থেকে চ্যাংরাবান্ধা নিয়ে যাওয়ার সময়ে ক্রান্তি ফাঁড়ি সামনে একটি পিক আপ ভ্যান পুলিশ থামাতে বলেন কিন্তু গাড়িটি না থামিয়ে পালানোর চেষ্টা করে।পুলিশ গাড়িটিকে ধরতে পিছন পিছন ছুটতে থাকে কিছু দূরে যাবার পরে গাড়ি চালক গাড়ি রেখে পালিয়ে যায়।পুলিশ গাড়িটিকে থানা নিয়ে আসে।পুলিশ প্রথমে ধানের তুষের বস্তা বোঝায় দেখে শুধু গাড়িটি আটক করে রাখেন।কিন্তু কিছু সময় পরে পুলিশ দেখতে পান গাড়িটি নড়াচরা করছে।তখন থানার ভারপ্রাপ্ত ও সি সুব্রত গুন নির্দেশ গাড়িটির বস্তা ভর্তি তুষ নামাতে থাকেন ।তখন পুলিশ দেখতে পায় বস্তা নামানোর পরে আলাদা করে একটা কাঠের প্লাঙ্কিং মতো আর সেখানে ১০ টি গরু।ক্রান্তি ফাঁড়ি ও সি সুব্রত গুন জানালেন আমরা পাচার করার আগে ১০ টি গরু উদ্ধার করি এবং গাড়ি চালাক পালাতক আমরা গাড়ির মালিকের নামে এফ আই আর করেছি ও গরুগুলো কে খাওয়ারে রাখা হয়েছে।