তুরতুরিখণ্ড গ্রাম পঞ্চায়েত এলাকায় আবগারি বিভাগের অভিযানে নষ্ট করা হল চোলাই তৈরির উপকরণ
দেবাশীষ রায়, কামাখ্যাগুড়ি, ১৮ মাৰ্চঃ হোলির আগের দিন অবৈধ মদের বিরুদ্ধে অভিযান চালিয়ে সাফল্য পেল আবগারি বিভাগ। এদিন দুপুরবেলা কুমারগ্রাম ব্লকের তুরতুরিখণ্ড গ্রাম পঞ্চায়েতের হাতিপোঁতা, কাঞ্জালিবস্তি, খেরবন্দি লাইন ও সুব্বা লাইনে অভিযান চালায় আবগারি বিভাগের জলপাইগুড়ি ডিভিশন ও কুমারগ্রাম সার্কেলের আধিকারিক-কর্মীরা। অভিযানে প্রায় ১৫০০ লিটার চোলাই তৈরির উপকরণ নষ্ট করা হয়েছে।
এদিন এমনটাই জানিয়েছেন আবগারি বিভাগের কুমারগ্রাম সার্কেলের ওসি প্রবীর সান্যাল। আবগারি বিভাগ সূত্রে জানা গিয়েছে, অবৈধ মদের রমরমা রুখতে লাগাতার এই ধরনের অভিযান চলবে।