দোলযাত্ৰা উপলক্ষে কেভিও এর উদ্যোগ’ত রক্তদান শিবির আয়োজিত হইল কামাখ্যাগুড়ি’ত
দেবাশীষ রায়, কামাখ্যাগুড়ি, ১৮ মাৰ্চঃ শুক্রবার দোলযাত্ৰা উপলক্ষে কামাখ্যাগুড়ি ভলান্টারি অর্গানাইজেশন এর উজ্জোগ’ত আয়োজিত হইল রক্তদান শিবির । জানা গেইছে, এদিন মোট ২৭ জন রক্তদাতা রক্তদান করিসে। আলিপুরদুয়ার জেলা ব্লাড ব্যাঙ্কের কর্মীলা এই রক্তদান শিবিরত উপস্থিত থাকিয়া এদিন রক্ত সংগ্রহ করি নিয়া যায়।
কামাখ্যাগুড়ি ভলান্টারি অর্গানাইজেশনের সম্পাদক রাজীব দেবনাথ জানায় রক্তদান শিবির আমরা সারা বছর ধরেই করি। আজিকার রক্তদান শিবির দোলযাত্ৰা উপলক্ষে আয়োজন করা হইসে। সগারে সহযোগিতায় রক্তদান শিবির সাফল্য পাইল। এদিন এই শিবিরত হাজির আছিল কেভিও এর সদস্যলা।