এক কলেজ ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য শীতলকুচিতে
বিজয় বর্মন, শীতলকুচি,১৮ মার্চঃ শীতলকুচির এক কলেজ ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শুক্রবার ঘটনাটি ঘটেছে শীতলকুচির খলিসামারি এলাকায়।মৃত কলেজ ছাত্রীর নাম পূজা বর্মন(১৮)।
মৃত কলেজ ছাত্রীর মা বলেন, সকালে পরিবারের সবাই মাঠে কাজ করতে যাই এরপর পূজা বাড়িতে আসে। কিছুক্ষন পর পূজার মা বাড়িতে এলে পূজার ঝুলন্ত দেহ দেখতে পায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙ্গা থানার পুলিশ। পূজাকে উদ্ধার করে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে আসে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এরপর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গা মর্গে পাঠায় পুলিশ। তবে কি কারণে এমন করলো সেটা বুঝে উঠতে পারছেন না পরিবারের সদস্যরা। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।