বৃদ্ধাশ্রমের শুভ সূচনা
মানিক বর্মন,তুফানগঞ্জ: তুফানগঞ্জ ২ নং ব্লকের অন্তর্গত হরিরহাটে বৃদ্ধাশ্রমের তৈরীর কাজ শুভ সূচনা হল। তুফানগঞ্জ তিতাস চ্যারিটেবল ট্রাস্টকে হরিরহাটের বাসিন্দা মহেশ চন্দ্র রায় এবং তার স্ত্রী দীপালি রায় জমি দান করেন। বতমানে ১৫ কাঠা জমির উপর তৈরি হছে ভবিষ্যতে আর কিন্তু জমি নিয়ে বড়ো করে তৈরী করার পরিকল্পনাও নিবেন বলে জানান কৃষ্ণ চন্দ্র বর্মন। কৃষ্ণ বাবু আর বলেন সমাজের স রিহিদয় বান মানুষের সাবিক সহযোগিতা নিয়ে আশ্রমের কাজ করা হছে যাতে অসহায় অনাথ নিরাশ্রয় বয়স্ক বাবা মায়েদের শেষ কয়েক দিন শান্তি তে কাটাতে পারে তার জন্য এই উদ্যোগ বলে জানা জায়।