পথ দুর্ঘটনা’ত মৃত্যু হইল এক পুলিশ আধিকারিকের
মহম্মদ রাসেল, ক্রান্তি, ১৯ মার্চ: পথ দুর্ঘটনা’ত মৃত্যু হইল এক পুলিশ আধিকারিকের। ঘটনা’ত শোকের ছায়া পুলিশ মহল’ত।জানা গেইছে, গোপাল চন্দ রায় নামে ওই পুলিশ কর্মী ক্রান্তি ফাঁড়িত কর্মররত ছিলেন।
শনিবার বেলা ২.৪৫ মিনিট নাগাদ মৌলানির কাছে একটা অল্টো গাড়ির সাথে অমার বাইকের সংঘর্ষ হয়। পরে উদ্ধার করি জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল’ত নিয়া যাওয়া হইলে কর্তব্যরত চিকিৎসক অমাক মৃত বুলি ঘোষণা করেন। আরহ জানা গেইছে মৃত গোপাল চন্দ্র রায় এ.এস.আই পদে কর্মরত ছিলেন। অমার বাড়ি ধূপগুড়ি থানার ভাঙানি গ্রামত।
অইন্যপাখে মৃত এ এস আই গোপাল চন্দ রায়ের ভাই ভুপাল রায় জানান, লোক মারফত খবর পায়া জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল’ত আসিয়া দেখি ভাইয়ের মৃত্যু হইছে।