পথ দুর্ঘটনায় মৃত ১
বাপ্পা রায়, ময়নাগুড়ি: হোলির আনন্দ যেন ক্ষনিকের ভুলেই শেষ হয়ে গেলো। শনিবার ময়নাগুড়ি ধূপগুড়ির ৩১ নম্বর জাতীয় সড়কের হলহলিয়া ব্রিজ এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক ব্যক্তির।
জানা যায় মৃত ওই ব্যক্তির নাম দুলাল সরকার(৪৬)। তার বাড়ি ঝাঁঝাঙ্গি এলাকায়। শনিবার হোলি উপলক্ষ্যে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে টেকাটুলী থেকে বাড়ির দিকে ফিরছিলেন। সে সময় রাস্তার পাশে দুই জনকে বাঁচাতে গিয়ে পাশ কাটিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যারিয়ারে ধাক্কা মারে। সেখানেই লুটিয়ে পড়ে সে। খবর পেয়ে দ্রুত ছুটে যান টেকাটুলীর পথবন্ধুরা ও হাইওয়ে ট্রাফিক ওসি। সঙ্গে থাকে পথবন্ধুর এম্বুলেন্স। দ্রুত এম্বুলেন্সে করে ময়নাগুড়ি গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হলে আঘাত গুরুতর হওয়ায় জলপাইগুড়ি পাঠানো হয়। জানা যায়, জলপাইগুড়ি নিয়ে যেতেই মৃত্যু হয় দুলাল সরকারের। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে ঝাঁঝাঙ্গি এলাকায়।