ভস্মীভূত দোকান
মহম্মদ রাসেল, ক্রান্তি: ভয়াবহ আগুনে ভস্মীভূত হল আটটি দোকান। ঘটনাটি ঘটেছে ক্রান্তি ব্লকের ধনতলা মোড়ে।।প্রত্যক্ষদর্শীদের কথা অনুযায়ী আনুমানিক প্রায় দুটোর সময় ধনতলা মোড়ের একটি দোকানে প্রথমে আগুন লাগে। পলকের মধ্যে সেই আগুন পার্শ্ববর্তী দোকানে ছড়িয়ে পড়ে। ধনতলা মোড় থেকে ক্রান্তিকারী পার্শ্ববর্তী থাকায় ফাঁড়ির ওসি সুব্রত গুণ ঘটনাস্থলে পৌঁছান এবং সাথে সাথে দমকল কে ফোন করেন। ময়নাগুড়ি থেকে দমকলের একটি ইঞ্জিন ও মালবাজার থেকে দমকলের একটি ইঞ্জিন আসলে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনের তীব্রতা এতটাই ছিল গ্রামবাসী ধারকাছে যেতে সাহস পায়নি। ময়নাগুড়ি দমকল বিভাগের ভারপ্রাপ্ত আধিকারিক কৃষ্ণ গোপাল ঘোষ জানালেন, ক্রান্তি থানা থেকে আমাদেরকে ফোন করা হয় আমরা দ্রুত ঘটনাস্থলে এসে ময়নাগুড়ি ও মালবাজার দুটো ইঞ্জিন মিলে আমরা আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনে একটি মিষ্টির দোকান সহ আটটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি জানালেন। কিভাবে আগুন লেগেছে তা তদন্ত করে পরে জানা যাবে বলে তিনি জানালেন। ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকার ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।