ধর্ঘঘটের সমর্থনে এবং রামপুরহাট কাণ্ডের প্রতিবাদে কামাখ্যাগুড়িতে বামফ্রন্টের মিছিল
দেবাশীষ রায় , কামাখ্যাগুড়ি, ২৩ মার্চঃ আগামী ২৮ ও ২৯ মার্চ দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন গুলি। ওই ধর্মঘটের সমর্থনে বুধবার সন্ধ্যয় কামাখ্যাগুড়িতে পথে নামল বামফ্রন্টের নেতা-কর্মীরা। এদিন এলাকায় বাম নেতা-কর্মীরা মিছিল করেন। সেইসঙ্গে রামপুরহাট কাণ্ডের তীব্র প্রতিবাদ জানানো হয়। মিছিলে উপস্থিত ছিলেন সিপিআই(এম) ও আরএসপি’র নেতা-কর্মীরা। আরএসপি’র যুব নেতা কিশোর মিঞ্জ বলেন, ‘রামপুরহাট কাণ্ডের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে দোষীদের গ্রেফতার করে কঠোর শাস্তি দিতে হবে।’ সিপিআই(এম)-এর যুব নেতা ভাস্কর গাঙ্গুলি বলেন, ‘দেশব্যাপী ধর্মঘটের সমর্থনে মিছিল করা হল। এছাড়াও মিছিল থেকে রামপুরহাট গণহত্যার প্রতিবাদ জানানো হয়েছে।’ জানা গিয়েছে, মিছিল শেষে কামাখ্যাগুড়ি বাজার চৌপথীতে একটি পথসভাও করা হয়।