খোয়ারডাঙায় অটো চালক ইউনিয়নের সদস্যদের নিয়ে সভা
উজ্জ্বল অধিকারী, কামাখ্যাগুড়ি, ২৮ মার্চঃ সোমবার খোয়ারডাঙায় স্থানীয় অটো চালক ইউনিয়নের সদস্যদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হল। ওই সভায় উপস্থিত ছিলেন আইএনটিটিইউসি’র কুমারগ্রাম ব্লক সভাপতি শ্রীহরি নার্জিনারি। খোয়ারডাঙার তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এদিন দুপুরে ওই সভাটি অনুষ্ঠিত হয়। অটো চালকদের বিভিন্ন সমস্যা নিয়ে সভায় আলোচনা করা হয়েছে। সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়েও সভায় আলোচনা করা হয়। এই বিষয়ে আইএনটিটিইউসি’র কুমারগ্রাম ব্লক সভাপতি শ্রীহরি নার্জিনারি বলেন, ‘সংগঠনের অন্তর্ভুক্ত বিভিন্ন ইউনিয়নের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের সমস্যা গুলি শোনা হচ্ছে। এদিন খোয়ারডাঙায় অটো চালক ইউনিয়নের সদস্যদের সঙ্গে সভা করে তাদের সমস্যা গুলি শুনলাম। সেগুলি সমাধানের বিষয়ে সচেষ্ট হব। এছাড়াও সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে সভায় আলোচনা করি।