কেএসও এর ক্রান্তি ব্লক কমিটির পুনর্গঠন
ময়নাগুড়ি, ২৮ মার্চ : কামতাপুর ছাত্র সংগঠনের ক্রান্তি ব্লকের কমিটির পুনর্গঠন করা হলো রবিবার। এদিন ক্রান্তি ব্লকের কেএসও এর আগের কমিটিকে ভেঙে নতুন করে কমিটি গঠন করা হয়। এদিনের এই কমিটি গঠন কর্মসূচিতে হাজির ছিলেন কেএসও এর কেন্দ্রীয় কমিটির সভাপতি সঞ্জয় রায়, যাদব রায়, সুরেশ রায় সহ প্রমুখরা। এদিনের এই কমিটিতে সভাপতি হিসাবে নিযুক্ত হন অরবিন্দু রায়, সম্পাদক নিলু ওঁরাও সহ প্রমুখরা। জানা যায়, এদিন মোট ১১ জনকে নিয়ে এই কমিটি গঠন করা হয়। এদিনের এই কমিটি গঠন করার পাশাপাশি আগামীদিনে সংগঠনকে মজবুত করে লড়াই করার উদ্দেশ্যেই এই কমিটি গঠন বলে জানান কেন্দ্রীয় কমিটির সভাপতি সঞ্জয় রায়।