ধূপগুড়িতে তৃণমূল নির্মাণ কর্মী সংগঠনের সম্মেলন
মঙ্গলবার ধূপগুড়ি কমিউনিটি হলে ধূপগুড়ি টাউন ব্লক তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের নির্মাণ কর্মী ইউনিয়নের সম্মেলন হয়ে গেল। এদিন প্রথমে তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের জেলা সভাপতি রাজেশ লাকড়াকে ধূপগুড়ি চৌপথি থেকে মিছিল করে বরণ করে নিয়ে আসা হয় কমিউনিটি হলে । এরপর কমিউনিটি হলের সামনে সংগঠনের ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এদিনের সম্মেলনে সংগঠনের জেলা সভাপতি রাজেশ লাকড়া ছাড়াও উপস্থিত ছিলেন ধূপগুড়ি টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইভান দাস, ধূপগুড়ি পৌরসভার কাউন্সিলর অরুপ দে, আইএনটিটিইউসির ধূপগুড়ি শহর ব্লকের সভাপতি আলম রহমান সহ অনেকে।
এদিনের সম্মেলনে শহরের বাদেও গ্ৰামীণ এলাকার নির্মাণ কর্মীরা উপস্থিত ছিলেন। সংগঠন সর্বদা শ্রমিকদের পাশে দাঁড়াবে এবং শ্রমিকদের জন্য বরাদ্দ সমস্ত সরকারি সুবিধা যাতে শ্রমিকরা পায় সেটা দেখা হবে। এদিকে দিন দিন বেড়েই চলেছে সব জিনিসপত্রের দাম। যেকারণে দক্ষ শ্রমিকদের মজুরি ৪৫০ টাকা এবং অদক্ষ শ্রমিকদের মজুরি ২৮০ টাকা থেকে বাড়িয়ে ৩২০ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন সম্মেলনে তৃণমূল নির্মাণ কর্মী ইউনিয়নের ধূপগুড়ি টাউন ব্লকের সভাপতি মনোনীত হয়েছেন আব্দুল হোসেন এবং সম্পাদক মনোনীত হয়েছেন মোস্তফা হক।