রামপুরহাট ও বিধানসভার ঘটনার প্রতিবাদে কামাখ্যাগুড়িতে বিজেপি’র মিছিল ও পথসভা

উজ্জ্বল অধিকারী, কামাখ্যাগুড়ি, ৩০ মার্চঃ রামপুরহাট ও বিধানসভার ঘটনার প্রতিবাদে কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়িতে মিছিল ও পথসভা করল বিজেপি। বুধবার বিকেলে ওই কর্মসূচি করা হয়। প্রথমে এলাকায় একটি মিছিল করেন দলের নেতা-কর্মীরা। মিছিল শেষে কামাখ্যাগুড়ির চৌরঙ্গীতে পথসভা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন বিজেপি’র আলিপুরদুয়ার জেলা সাধারণ সম্পাদক মিঠু দাস, দলের জেলা সহ-সভাপতি বাবুলাল সাহা, জেলা সম্পাদক সুনীল মাহাতো, দলের ওবিসি মোর্চার জেলা সভাপতি অজিতকুমার ঘোষ সহ অন্যান্য নেতৃত্বরা। এদিনের পথসভায় বক্তব্য রাখতে গিয়ে রামপুরহাট ও বিধানসভার ঘটনার তীব্র নিন্দা করেন বিজেপি নেতৃত্ব। ওই দুই ঘটনাকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস ও রাজ্য সরকারের কড়া সমালোচনা করেন নেতৃত্বরা। বিজেপি’র আলিপরদুয়ার জেলা সম্পাদক সুনীল মাহাতো বলেন, ‘বিধানসভায় রামপুরহাট গণহত্যার বিষয়ে কথা বলতে গেলে আমাদের দলের বিধায়কদের মারধর করা হয়। তৃণমূল কংগ্রেসের বিধায়করা আমাদের বিধায়কদের উপর হামলা চালায়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি। এর প্রতিবাদে এদিন কামাখ্যাগুড়িতে মিছিল ও পথসভা করা হল। আমাদের আন্দোলন চলবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *