সোনা জিতিলেন রাজবংশী ঘরের সোনার বেটি স্বপ্না বর্মন
সোনা জিতিলেন রাজবংশী ঘরের সোনার বেটি স্বপ্না বর্মন। এশিয়াড’ত সোনা জয়ী স্বপ্না বর্মন অল ইন্ডিয়া রেলওয়ে অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ’ত দুইটা ইভেন্ট’ত সোনা আর রুপা জিতিলেন। জানা যায়, উত্তর-পূর্ব সীমান্ত রেলের হয়া প্রতিনিধিত্ব করিছিলেন স্বপ্না।
কোলকাতা’ত হওয়া অল ইন্ডিয়া রেলওয়ে অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ’ত আলিপুরদুয়ার ডিভিশনের হয়া খেলান স্বপ্না। জাভলিন থ্রোত’ত সোনা জয় করার বগলাবগলি বৃহস্পতিবার হাইজাম্প’ত রুপা জিতিছেন স্বপ্না।
উল্লেখ্য, উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের রেলের স্টাফ ওয়েলফেয়ার ইন্সপেক্টর হিসাবে কর্মরত স্বপ্না বর্মন। স্বপ্না বর্মনের সোনা জয়’ত খুশি আলিপুরদুয়ার ডিভিশনের রেলের কর্মীলা। বগলাবগলি রাজবংশী ঘরের সোনার বেটি স্বপ্নার এই সাফল্য’ত খুশির হাওয়া গোটা উত্তরবঙ্গ’ত।