জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিলের দাবিতে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন AIDSO-র হলদিবাড়ির একটি প্রতিনিধি দল
অপু দেবনাথ , হলদিবাড়ি
শিক্ষার বেসরকারিকরণ, বাণিজ্যিকিরণ, সাম্প্রদায়িকীকরণ, গৈরিকীকরণের নীলনক্সা জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিলের দাবিতে দিল্লির ধর্ণামঞ্চে যোগ দেওয়ার উদ্দেশ্যে রওনা দিলেন এআইডিএসও হলদিবাড়ির একটি প্রতিনিধি দল। মূলত শিক্ষায় ফি বৃদ্ধি রোধ এবং জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিলের দাবিতে নিউ দিল্লির জন্তরমন্তরে আগামী ৫ এপ্রিল একটি প্রতিবাদী ধর্ণামঞ্চ হবে এআইডিএসও অল ইন্ডিয়া কমিটির পক্ষ থেকে, তারই উদ্দেশ্যে আজ রওনা দেন এই প্রতিনিধি দল। এবিষয়ে এআইডিএসও হলদিবাড়ি ব্লক সম্পাদক বুলবুল সরকার বলেন, ” শিক্ষা ধ্বংসকারী জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিলের দাবিতে আমাদের এআইডিএসও’র পক্ষ থেকে আগামী ৫ এপ্রিল একটি প্রতিবাদী ধর্ণামঞ্চের ডাক দেওয়া হয়েছে, পুরো ভারতবর্ষের ছাত্রছাত্রীরা সেখানে সম্মিলিতভাবে আওয়াজ তুলবে এই জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবিতে, আমরাও সেই আন্দোলনকে শক্তিশালী করবার জন্য দিল্লি যাচ্ছি। এবং দিল্লির সেই ছাত্র আন্দোলন থেকে আরও অনুপ্রেরণা নিয়ে এসে আমরা এখানকার শিক্ষার সমস্যা নিয়ে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো।”