বিদ্যুৎ কর্মীদের আটক করে বিক্ষোভ ফালাকাটা ব্লকের মধ্য দেওগাঁও এলাকায়
এলাকায় বিদ্যুতের সমস্যার অভিযোগ জানালে ফালাকাটা বা মাদারিহাট কোনো অফিসেই সমস্যা সমাধানে এগিয়ে আসতে চায় না বলে অভিযোগ।দুই অফিসের টানাপোড়নে প্রায় দুই দিন ফালাকাটা ব্লকের মধ্য ও পূর্ব দেওগাঁয়ের বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎ হীন হয়ে ছিলো বলে অভিযোগ এলাকাবাসীর। দীর্ঘ টালবাহানার পর মঙ্গলবার রাত নয়টা নাগাদ বিদ্যুৎ কর্মীদের গাড়ি এলাকায় আসলে তাঁদের ঘিরে ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দারা। বিদ্যুৎ কর্মীদের গাড়ি আটক করে বিক্ষোভ দেখায় এলাকাবাসী। জানা গিয়েছে , সংশ্লিষ্ট এলাকা ফালাকাটা ব্লকের অন্তর্গত হলেও বিদ্যুৎ অফিসের যাবতীয় কাজ বর্তমানে মাদারি হাট বিদ্যুৎ অফিসে হয়। কিন্তু বিদ্যুতের সমস্যা দেখা দিলে দুই অফিস টালবাহানা করে। যার ফলে সঠিক পরিষেবা থেকে বঞ্চিত হতে হচ্ছে এলাকাবাসীকে বলে অভিযোগ।স্থানীয় সূত্রে খবর,এলাকার বিদ্যুতের সমস্যার সমাধান না করে উত্তর দেওগাঁও থেকে হাই টেনশন লাইন বিচ্ছিন্ন করে দেয় বিদ্যুৎ কর্মীরা।ফলে দুই দিন এলাকা বিদ্যুৎ হীন অবস্থায় থাকে।সমস্যার কথা বারবার জানালেও কেউই গুরুত্ব দেয় নি বলে অভিযোগ। এদিন এলাকায় স্টেশন ম্যানেজারকে হাজির হওয়ার দাবিতে বিদ্যুৎ কর্মীর গাড়ি আটকে বিক্ষোভ দেখায় ক্ষিপ্ত এলাকাবাসী।এলাকাবাসীর দাবি স্টেশন ম্যানেজার এসে সমস্যার সমাধান না করা পর্যন্ত কর্মীদের আটকে রাখা হবে।অবশেষে বিদ্যুৎ কর্মীদের আশ্বাসে বিক্ষোভ তুলে নেয় তারা।এরপর রাত প্রায় সাড়ে এগারোটা নাগাদ বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয় এলাকায়।তবে একজায়গায় ট্রান্সফরমার বিকল হয়ে যাওয়ায় সেটি বুধবার সকালে পরিবর্তন করে দেওয়া হয় বলে খবর।তবে এই এলাকায় যে বিদ্যুৎ নেই সেই বিষয়টি অজানা ছিলো কর্মীদের কাছে বলে জানান এদিন আসা এক বিদ্যুৎ কর্মী।
ফালাকাটা থেকে আবিদ হোসেনের রিপোর্ট