অপরাধ দমন করতে ভালুকা বাজারে সিসিটিভি ক্যামেরা
মালদা;০৬এপ্রিল: অপরাধ দমন করতে এবার মালদহের হরিশ্চন্দ্রপুর থানা এলাকার বিহার সীমান্তবর্তী অঞ্চল ভালুকাতে পাঁচটি সি সি টি ভি ক্যামেরা লাগানো হলো। ভালুকা বাজার, ভালুকা বাসস্ট্যান্ড, সহ ভালুকা রতুয়া রাজ্য সড়ক এবং সীমান্তবর্তী রাস্তাগুলিতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এই সিসিটিভি ক্যামেরা স্থাপন করায় খুশি এলাকার ব্যবসায়ী এবং সাধারণ নাগরিকবৃন্দ। তারা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে।
এ প্রসঙ্গে ভালুকা ফাঁড়ির ইনচার্জ ঝোটন প্রসাদ জানান ভালুকা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এই পাঁচটি সিসিটিভি ক্যামেরা এলাকার বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে । এই ক্যামেরা লাগানোর ফলে আমরা সহজেই এলাকায় অপরাধ চিহ্নিত করতে পারব।
এ প্রসঙ্গে ভালুকা অঞ্চলের তৃণমূলের প্রেসিডেন্ট ধীরেন্দ্র নাথ সাহা জানান বাংলা বিহার সীমান্তবর্তী এলাকায় আইন-শৃঙ্খলা করতে এই সিসিটিভি ক্যামেরার খুব প্রয়োজন ছিল। আশা করি এর পরের এলাকায় ব্যবসায়ীরা ভালো নিরাপত্তা পাবেন।