সীমানা নির্ধারণের আবেদন
কবর স্থানের সীমানা নির্ধারণ সহ একাধিক বিষয়ে বিডিও ও ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকের কাছে আবেদন। জানা গেছে, বারঘড়িয়া গ্ৰাম পঞ্চায়েতের জাখইকনা এলাকায় শতাধিক বছরের পুরনো কবরস্থান ছিল। কিন্তু তার বেশ কিছুটা অংশ জলঢাকা নদীতে চলে যায়। যারফলে সমস্যায় পড়েন এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। তবে বর্তমানে নদী গতিপথ পরিবর্তন করেছে। যারফলে সেখানে আবার কবরস্থান করা সম্ভব। কিন্তু নদী ভাঙ্গনের ফলে সেখানে সীমানা নির্ধারণ করা কঠিন। তাই কবরস্থানের সীমানা নির্ধারণ, কবরস্থানে বৈদ্যূতিক ব্যবস্থা, কবরস্থানে যাওয়ার রাস্তার ব্যবস্থা করার জন্য বুধবার সেখানকার বাসিন্দারা ধূপগুড়ির বিডিও ও ব্লক ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকের সাথে আলোচনা করেন এবং লিখিত আকারে বিষয়টি দেখার জন্য আবেদন জানান।