দক্ষিণ নারারথলি এলাকায় বাড়ির রান্নাঘর থেকে দাঁড়াশ সাপ উদ্ধার করলেন সর্পপ্রেমী দুই যুবক
উজ্জ্বল অধিকারী, কামাখ্যাগুড়ি, ৮ এপ্রিলঃ শুক্রবার কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়ি-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ নারারথলির ঘোড়ামারা এলাকা থেকে একটি দাঁড়াশ সাপ উদ্ধার হল। জানা গিয়েছে, এদিন দুপুর বেলা ওই বাড়ির রান্নাঘরে সাপটিকে দেখতে পান বাড়ির লোকজন। যার ফলে তারা আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে তড়িঘড়ি ওই বাড়িতে পৌঁছে যান সর্পপ্রেমী দুই যুবক স্পোর-এর সদস্য রতন আচার্য ও কামাখ্যাগুড়ি ভলান্টারি অর্গানাইজেশনের সদস্য মহাদেব পাল। তাঁরা দু’জনে দাঁড়াশ সাপটিকে উদ্ধার করেন। এরপর সেটিকে নিকটবর্তী জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। জানা গিয়েছে, দাঁড়াশ সাপটি ৭ ফুট লম্বা।