কামাখ্যাগুড়িতে ২৪ ডেসিমেল জমির দখল নিল জেলা পরিষদ

দেবাশীষ রায়, কামাখ্যাগুড়ি, ৮ এপ্রিলঃ কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়িতে ২৪ ডেসিমেল জমি নিজেদের দখলে নিল আলিপুরদুয়ার জেলা পরিষদ। শুক্রবার দুপুরে কুমারগ্রাম থানার কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিশকে সঙ্গে নিয়ে ওই জমিতে ঢুকতে যান জেলা পরিষদের আধিকারিকরা। কিন্তু জমিতে ঢোকার গেট তালা বন্ধ থাকায় আধিকারিকরা সেখানে ঢুকতে পারেননি। জেলা পরিষদের পক্ষ থেকে গেটে আরেকটি তালা লাগিয়ে দেওয়া হয়। এছাড়াও গেটে লাগানো হয় ব্যানার। যেখানে লেখা রয়েছে, ‘এই জমি আলিপুরদুয়ার জেলা পরিষদের। বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ।’ এদিন আলিপুরদুয়ার জেলা পরিষদের অতিরিক্ত উপ সচিব সুশান্ত রায় সহ অন্য আধিকারিক-কর্মীরা পুলিশকে সঙ্গে নিয়ে জমির উপর ব্যানার লাগিয়ে দেন। জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে, ১৯৮০ সালে ওই ২৪ ডেসিমেল জমি তৎকালীন জলপাইগুড়ি জেলা পরিষদ ওয়েস্টার্ন ডুয়ার্স মার্কেট ফান্ডের নামে সুশীলকুমার পালকে ব্যবসা ও বসবাস করার অনুমতি দেয়। ২৫ বছরের জন্য জমিটি দেওয়া হয়। তখন ওই ফান্ডের অধীনে এলাকার বেশ কিছু হাট ছিল। কিন্তু পরবর্তীতে ১৯৯০ সালে ওয়েস্টার্ন ডুয়ার্স মার্কেট ফান্ড জেলা পরিষদের সঙ্গে যুক্ত হয়ে যায়। কিন্তু সুশীলবাবু ওই জমিতেই বসবাস করছিলেন। বেশ কয়েক বছর আগে তিনি প্রয়াত হন। এরপর তাঁর স্ত্রী ওই জমিতে বসবাস করছিলেন। কয়েক বছর আগে তিনি অন্যত্র চলে যান। ফলে ওই জমি ফাঁকা পড়ে ছিল। অভিযোগ, এরই মাঝে জমিটি বিক্রির চেষ্টা হচ্ছিল। অভিযোগ পেয়েই জেলা পরিষদ সেটি নিজেদের দখলে নেয়। এই বিষয়ে আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস (সরকার) বলেন, ‘দীর্ঘদিন থেকে জমিটি পড়ে রয়েছে। অভিযোগ আসছিল, ওই জমিটি বিক্রি করা হবে। এছাড়াও সেটি বেদখলও হয়ে যেতে পারে। তাই আমরা জমিটি নিজেদের দখলে নিয়েছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *